ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-ভারতের মধ্যে সেপা চুক্তির ঘোষণা মোদির

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
বাংলাদেশ-ভারতের মধ্যে সেপা চুক্তির ঘোষণা মোদির

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট- সেপা) সইয়ের ঘোষণা দিয়েছেন।  

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একান্ত বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন দুজন।  

সংবাদ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বাজার ভারতের। বাংলাদেশ ও ভারতের মধ্যে আমরা বাণিজ্য বাড়াতে আগ্রহী৷ সে জন্য দুই দেশের মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট- সেপা সই করার লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করবো।

উল্লেখ্য, সেপা চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারত উভয় দেশে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যে আরও গতি আসবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার। আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারও। আমরা একযোগে আগামী দিনে আরও এগিয়ে যেতে চাই।

নরেন্দ্র মোদি বলেন, কোভিড-১৯ মোকাবিলায় আমরা একযোগে কাজ করেছি। সফলও হয়েছি। আগামীতে পরমাণু, তথ্য প্রযুক্তি, যোগাযোগ ইত্যাদি খাত আমরা একযোগে কাজ করবো।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (০৫ সেপ্টেম্বর) দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
টিআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।