ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাগুরায় ৯ কেজি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
মাগুরায় ৯ কেজি গাঁজাসহ আটক ৩

মাগুরা: মাগুরায় সদর উপজেলায় নয় কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা সদর থানার (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

বুধবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা সদর থানার পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কলকলিয়াপাড়া এলাকার মো. আমজেদ বিশ্বাস ছেলে রাজন বিশ্বাস (৩০), বাটিকাঙ্গা গ্রামের মো. আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে মো. আব্দুল আলিম (৪৫) ও  বাটিকাডাঙ্গা গ্রামের মো. আলম কারিগরের ছেলে মো. বিল্লাল (৩৬।  

মাগুরা সদর থানার (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার একাধিক স্থান থেকে গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়। আটকদের মধ্যে রাজনকে কলকলিয়াপাড়া থেকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আটক করা হয়। অন্য দু’জন হলেন আলিম ও বিল্লাল। এ দু’জন রাত সাড়ে ১টার দিকে আলিমের বাড়ির গোয়াল ঘর থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে আট কেজি গাঁজা ও শহরের মোল্ল্যাপাড়া এলাকা থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চরছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।