ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ত্রিশালে নতুন সাইকেল-ইউনিফর্ম পেলেন ১১৪ গ্রাম পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
ত্রিশালে নতুন সাইকেল-ইউনিফর্ম পেলেন ১১৪ গ্রাম পুলিশ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১৪ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নতুন বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

এতে যথাযথ দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


 
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

এদিকে সরকারের পক্ষ থেকে নতুন বাইসাইকেল ও পোশাক পেয়ে খুশি গ্রাম পুলিশ সদস্যরা।  

তারা জানান, আমরা সরকারের দেওয়া দায়িত্ব পালনের জন্য গ্রামের পথে পথে দিনরাত ছুটে থাকি, এতে যাতায়তে অনেক কষ্ট হতো। এখন সেই কষ্ট আর থাকবে না।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।