ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইবি ছাত্রীর মৃত্যু: মামলা দায়ের, স্বামী-শ্বশুর গ্রেফতার

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
ইবি ছাত্রীর মৃত্যু: মামলা দায়ের, স্বামী-শ্বশুর গ্রেফতার আশিকুজ্জামান প্রিন্স

মেহেরপুর: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিশাত তাসনিম উর্মীকে হত্যার অভিযোগে স্বামী আশিকুজ্জামান প্রিন্স ও শ্বশুর হাসেম শাহকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

উর্মীর বাবা গোলাম কিবরিয়া বাদী হয়ে হত্যার অভিযোগ এনে থানায় লিখিত এজাহার দেন।

এর পরপরই পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার আশিকুজ্জামান প্রিন্স গাংনী শহরের কাথুলি মোড় এলাকার বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী পদ্মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসেম শাহ’র ছেলে।

স্থানীয়রা জানান, আশিকুজ্জামান প্রিন্স মাদকাসক্ত। কারণে-অকারণে তিনি তার স্ত্রী উর্মীকে মারধর করতেন। গত রাতে তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করেছিল প্রিন্স।

জানা যায়, মেধাবী নিশাত তাসনিম উর্মী ও তার স্বামী প্রিন্স ভালোবেসে প্রায় চার বছর আগে বিয়ে করেন। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।