ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

পাচারের সময় চুয়াডাঙ্গায় ৫ স্বর্ণের বার জব্দ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
পাচারের সময় চুয়াডাঙ্গায় ৫ স্বর্ণের বার জব্দ, আটক ২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের রেল বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি স্বর্ণের বার জব্দ করেছে পুলিশ। এসময় প্রাইভেটকারসহ আটক করা হয়েছে দুই পাচারকারীকে।

 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে কামরুল হাসান জুয়েল (৩৫) ও একই এলাকার আরিফ (৫০)।

পুলিশ জানায়, ফরিদপুর থেকে একটি প্রাইভেটকার স্বর্ণের বারের চালান নিয়ে দর্শনার দিকে যাচ্ছে- এমন তথ্য পেয়ে রেলবাজার এলাকার পুরাতন স্টেডিয়াম মোড়ে ওত পেতে থাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রাইভেটকারের দরজা থেকে উদ্ধার করা হয় স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি স্বর্ণের বার।

অভিযান শেষে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।