ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় খাল থেকে মিলল একজনের মরদেহ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
পাথরঘাটায় খাল থেকে মিলল একজনের মরদেহ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার একটা খাল থেকে ভাসমান অবস্থায় সগীর খলিফা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় ইয়াছিন নামে এক যুবক।

নিহত সগীর খলিফা নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ খলিফার ছেলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা বাজারের ব্রিজের নিচে ভাসমান অবস্থায় ওই মরদেহটি দেখতে পান ইয়াছিন নামে এক যুবক। পরে তিনি স্থানীয়দের জানালে তারা ব্রিজের নিচে গিয়ে মরদেহটি নিশ্চিত হয়ে পাথরঘাটা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধান মরদেহের মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় মজুমদার বাংলানিউজকে বলেন, খবর শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।