ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে ডেসটিনির গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
টঙ্গীতে ডেসটিনির গুদামে আগুন

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় ডেসটিনি গ্রুপের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুদামে আগুন লাগার এক পর্যায়ে মুহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন পুরোপুরিভাবে নেভাতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর তা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১৩৫, সেপ্টেম্বর ২০, ২০২২
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।