ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ৬ তলা ভবন থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
ফরিদপুরে ৬ তলা ভবন থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার।  

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত বৃদ্ধার নাম জিয়াসমিন সুলতানা (৬০)। তিনি শহরের পূর্ব খাবাসপুর মহল্লার মৃত মো. হাকিমউদ্দিন মিয়ার মেয়ে। চার ভাই ও চার বোনের মধ্যে জিয়াসমিন ছিলেন সবার ছোট।

জিয়াসমিন মরহুম সৈয়দ ফজলুল ইসলামের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের মা। স্বামীর মৃত্যুর পর তিনি ফরিদপুর শহরের বাবার বাড়িতে থাকতেন।

জিয়াসমিনের ভাই শামসুদ্দোহা চাঁদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে তার বোন ছয়তলা বিশিষ্ট বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি বলেন, দুপুরে ফরিদপুর শহরের আলীপুর পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।