ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
নওগাঁয় আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

নওগাঁ: নওগাঁয় দুর্বৃত্তের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় থাকা গৃহবধূ হালিমার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশের দাবি, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই মিথ্যা কারণ রটানো হয়ে থাকতে পারে।

হালিমার বড় চাচা কালামের দাবি, রিপন ও তার স্ত্রী হালিমা প্রতিদিনের মতো বুধবার (২১ সেপ্টেম্বর) রাতের খাবার শেষে ঘুমাতে যান। এ সময় ঘরের পেছন জানালা দিয়ে পেট্রোলে আগুন দিয়ে কে বা কারা তাদের ঘরে ছুঁড়ে মারে। এতে দুইজনই মারাত্মক দগ্ধ হন।

কিন্তু পুলিশ বলছে ভিন্ন কথা। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলমের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোন্দল ছিল। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মিথ্যা ঘটনা রটানো হয়ে থাকতে পারে। ঘরের জানালা দিয়ে আগুন নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেন নি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এফআর

পত্নীতলায় দুর্বৃত্তের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।