ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ের নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ২৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
পঞ্চগড়ের নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ২৫ 

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় নদী পাড় হতে গিয়ে নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

রোববার (২৫ সেপ্টম্বের) রাত ১০টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়।

এর আগে একই দিন দুপুর আড়াইটার সময় মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহালয়া পূজা উপলক্ষে করতোয়া নদী নৌকা দিয়ে পার হতে যাচ্ছিল প্রায় ১০০ এর অধীক সনাতন ধর্মের মানুষ। নৌকাটি নদীর মাঝখানে গেলে মোড় নেওয়ার সময় ডুবে যায়। এসময় উপস্থিত জনগণ প্রশাসনসহ স্থানীয় ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করলে মোট ২৪ জনের মৃরদেহ উদ্ধার করা হয়। পরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।