ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
মেহেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ আফাজুল ইসলাম (২৬) এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্লবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই গ্রামের একটি পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আফাজুল ওই গ্রামের ক্যাম্পপাড়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) জুম্মান খান, এসআই কাজী মহসিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ ও সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে।

ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শোলমারী গ্রামের ডলার ব্রিকসের সামনে পাকা রাস্তা থেকে আফাজুলকে ১৬০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আফাজুলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে তাকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।