ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে করিমগঞ্জে এক ব্যক্তিকে হত্যার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে করিমগঞ্জে এক ব্যক্তিকে হত্যার হুমকি প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে বাটোয়ারা মামলার জের ধরে প্রতিপক্ষরা আবুল ফজল মোহাম্মদ আহাদ নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার (২২ অক্টোবর) ভুক্তভোগী আবুল ফজল হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

আবুল ফজল মানবাধিকার কর্মী বলে জানা গেছে।

বাংলানিউজকে আবুল ফজল বলেন, শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে বাটোয়ারা মামলার সূত্রধরে প্রতিপক্ষের লোকজন আমার ওপর ক্ষিপ্ত হয়। এরই জের ধরে গত ১৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে করিমগঞ্জ উপজেলার পশ্চিম নয়াকান্দি ব্যাপারীপাড়া মোড়ে শহীদুল ইসলাম ও হারুন-অর-রশিদসহ ৭-৮ জন আমাকে গলা কেটে হত্যার হুমকি দেন। এর আগেও তারা আমার হাত-পা ভেঙে ফেলাসহ মানহানিকর ও অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি দেখায়।  

নিজের জীবনের নিরাপত্তা ও প্রাণ নাশের হুমকির বিষয়ে করিমগঞ্জ থানায় জিডি করে প্রতিকার চেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।