ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিত্রাংয়ে সাতক্ষীরায় জরাজীর্ণ বেড়িবাঁধে ধস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
সিত্রাংয়ে সাতক্ষীরায় জরাজীর্ণ বেড়িবাঁধে ধস

সাতক্ষীরা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপকূলে প্রবল জোয়ারের উত্তাল ঢেউয়ে জরাজীর্ণ উপকূল রক্ষা বেড়িবাঁধের অন্তত ৭টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীতে বিলীন হয়ে গেছে উপকূল রক্ষা বাঁধের কয়েক ফুট।

এতে ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শ্যামনগর অংশের দায়িত্বরত কর্মকর্তারা মঙ্গলবার (২৫ অক্টোবর) সরেজমিন বাঁধের ধসে যাওয়া অংশ পরির্দশন করেছেন। সেই সঙ্গে ধসে যাওয়া অংশে দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট প্রবল ঢেউয়ের আঘাতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের হরিশখালী, নাপিতখালী এবং বড় গাবুরা
এলাকার বাঁধ ধসে গেছে। এসব এলাকার বাঁধের ওপর দিয়ে নির্মিত ইটের সোলিংকৃত সড়কের বেশরিভাগ পাশের খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে গেছে।

এছাড়া সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নের নৈকাটি, বিজিবি ক্যাম্পসহ আদম আলীর বাড়ি সংলগ্ন অংশে প্রায় ২০০ মিটার বাঁধে ধস দেখা যায়। জোয়ারের পাশাপাশি ঢেউয়ের তীব্রতায় সোমবার  বাঁধের এসব অংশ পাশের কালিন্দি নদীতে বিলীন হয়ে গেছে।

একইভাবে আশাশুনি উপজেলার প্রতাপনগরের বেশ কয়েকটি এলাকায় বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাঁধের এসব অংশ যে কোন মুহূর্তে ভেঙে নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

পাউবোর সেকশন অফিসার মাসুদ রানা জানান, তারা বাঁধের ধসে যাওয়া বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন। বুধবার (২৬ অক্টোবর) থেকে এসব এলাকায় জিও ব্যাগ ডাম্পিংসহ ভাঙন রোধে কাজ শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।