ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভূমি আপিল বোর্ডে নতুন চেয়ারম্যান, সচিব হলেন বাকী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
ভূমি আপিল বোর্ডে নতুন চেয়ারম্যান, সচিব হলেন বাকী জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা: ভূমি আপিল বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া একজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

 বুধবার (৯ নভেম্বর) এ রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নাসিমা বেগমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) অমিতাভ সরকারকে অবসরে গমনের সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

সচিব পদে পদোন্নতি পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বাকী। তাকে পদোন্নতির পর পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। আবদুল বাকীর এ পদোন্নতির আদেশ ১৩ নভেম্বর থেকে কার্যকর হবে বলে আদেশ উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।