ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পেকুয়ায় বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
পেকুয়ায় বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে সায়মন মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) বিকালে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার টৈটং ইউনিয়নের আলীর মার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

 নিহত সায়মন ইউনিয়নের চেপ্টা মোড়া এলাকার মমতাজুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিজেদের ক্ষেতের পাকা ধান পাহারা দিতে বিগত কয়েক রাত ধরে সায়মন সেখানে রাত্রিযাপন করতো। রোববার রাতে তিনি ঘুমিয়ে পড়লে বন্যহাতির একটি দল তাকে আক্রমণ করে। পরে হাতি চলে গেলে লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।