ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে গুলিতে নিহত নয়নের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
বাঞ্ছারামপুরে গুলিতে নিহত নয়নের ময়নাতদন্ত সম্পন্ন

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির সমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে নিহত সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়ার (২২) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলের দিকে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক বিভাগের প্রভাষক ড. তৌহিদা বেগম।  

এর আগে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।  

তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মোল্লাবাড়ির ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় নয়নকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও উল্লেখ করেন, মৃত নয়নের দুই হাতের কনুই ও পেটের বাম পাশে রক্তাক্ত গোলাকার জখম রয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মর্গে সাংবাদিকদের জানান, রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নয়নের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।  

মৃত নয়নের মামা বদন মিয়া জানান, নয়নের বাবা রহমতুল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ। তিন ভাই এক বোনের মধ্যে নয়ন ছিল দ্বিতীয়। বড় বোন সুমি (২৫) শারীরিক প্রতিবন্ধী। নয়নের টাকাতেই সংসার চলতো। কেরানীগঞ্জে কাপড়ের দোকানে কাজ করতো সে। গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে যায় নয়ন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।