ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদ স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
শহীদ স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ

বরিশাল: বিজয়ের মাস ডিসেম্বর শুরুর আগেই স্বাধীনতাবিরোধীরা ভেঙে ফেলেছে মহান স্বাধীনতাযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (২১ নভেম্বর) রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামে। পুলিশ কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতাযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর বাহিনীর হাতে নিহত হওয়া পতিহার গ্রামের লক্ষীকান্ত সরকার, নীল রতন সোম, কৃষ্ণকান্ত শীল, রজনী ভদ্র, বাসিরাম হালদারসহ ১০/১২ জনের স্মরণে পতিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে স্থানীয়দের আর্থিক সহায়তায় নিহতদের নাম সম্বলিত একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় ২০০২ সালে। রোববার রাতে স্বাধীনতাবিরোধীরা ওই স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলেছে।

সোমবার সকালে স্থানীয় নাট্য ব্যক্তিত্ব সন্টু সরকার হাঁটতে বেরিয়ে ভেঙে ফেলা স্মৃতিস্তম্ভ দেখে স্থানীয়দের অবহিত করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি স্থানীয় গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে সোমবার সকালেই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, স্বাধীনতাবিরোধীদের এমন অপতৎপরতা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের আইনগত বিচারের দাবি জানাই।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ