ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জ সীমান্তে রেড অ্যালার্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
বকশীগঞ্জ সীমান্তে রেড অ্যালার্ট

জামালপুর: রাজধানী ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) ভোর থেকেই অতিরিক্ত টহল জোড়দার করেছে স্থানীয় বিজিবির সদস্যরা।

এ তথ্য নিশ্চিত করেন জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশের সহকারী পরিচালক শামছুল হক।

তিনি জানান, রাজধানী থেকে পলাতক দুই জঙ্গি জামালপুরের সীমান্ত দিয়ে যেন ভারতে যেতে না পারে সে কারণে সারাদেশের মতো জামালপুর সীমান্তেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্ট উপলক্ষে সীমান্তে অতিরিক্ত টহল, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।