ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিয়ে বাড়িতে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
বিয়ে বাড়িতে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নওগাঁ: নওগাঁর রাণীনগরে বিয়ে বাড়িতে রান্নার কাজে সহযোগিতা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজী প্রামাণিক (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার মিরাট ইউপির চরকানাই গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত গাজী প্রামাণিক চরকানাই গ্রামের ছলিম প্রামাণিকের ছেলে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, দুপুরে ওই গ্ৰামে একটি বিয়ে বাড়িতে রান্নার কাজে সহযোগিতা করছিলেন গাজী প্রামাণিক। এ সময় সেখানে ওপরের দিকে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে প্রামাণিক তার হাতে থাকা রান্নার হাতা (নাড়নি) স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে গুরুতর আহত হন।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা দেন। এরপর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।