ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ওসমানী হাসপাতালে নারীর কোলজুড়ে ৪ সন্তান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
ওসমানী হাসপাতালে নারীর কোলজুড়ে ৪ সন্তান

সিলেট: ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লিপি রানী দাস নামে এক নারীর কোলজুড়ে এলো চার সন্তান।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চার সন্তানের জন্ম দেন লিপি রানী দাস।

চার সন্তানের মধ্যে ২টি পুত্র ও দুটি কন্যা শিশু। এই নারীর ৯ বছর বয়সী আরও একটি ছেলে সন্তান রয়েছে।

লিপি রানী দাস মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী।

সদ্য জন্ম নেওয়া চার সন্তানই সুস্থ সাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

পরিবার সূত্রে জানা গেছে, লিপি রানী দাস সন্তান সম্ভবা হলে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষায় দেখা যায় তার গর্ভে চার সন্তান রয়েছে। তিনি সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্কভাবে চলাফেরা করতেন। প্রসবের সময় হয়ে যাওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

একসঙ্গে সুস্থ ও স্বাভাবিক চার সন্তান পেয়ে ভীষণ খুশি লিপি রানী দাস। শিশু চারটির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো। বর্তমানে ৪ শিশু এবং তাদের মা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

শিশুদের বাবা অমিত দাস দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন। তিনি পরিবার পরিজনদের দেখতে মাঝেমধ্যে দেশে আসেন। অমিত দাসও চারটি সন্তান পেয়ে ভীষণ খুশি বলে জানান তার স্ত্রী।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।