ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আর্জেন্টিনার সমর্থকদের হামলায় হাসপাতালে ৫ ব্রাজিল সমর্থক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
আর্জেন্টিনার সমর্থকদের হামলায় হাসপাতালে ৫ ব্রাজিল সমর্থক

গোপালগঞ্জ: গোপালগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ৫ ব্রাজিল সমর্থক। মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের পর এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে গোপালগঞ্জ শহরের নবীনবাগ মার্কাস মহল্লায় সন্ধ্যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত হন। আহতদের মধ্যে মার্কাস মহল্লার বিপ্লব জমাদ্দারের ছেলে সুব্রত জমাদ্দার এবং অরুন জমাদ্দারের ছেলে আশিক জমাদারকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

সুব্রত জমাদ্দার বলেন, মঙ্গলবার আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার খেলা শেষে আমরা কলোনির সামনের একটি দোকান চা খেতে যাই। সেখানে আমরা খেলা নিয়ে আলোচনা করছিলাম। তখন আর্জেন্টিনার সমর্থক সাগর জমাদ্দার ও অন্তর জমাদ্দারের গায়ে পড়ে আমাদের সঙ্গে ঝগড়া বাধায়। এক পর্যায়ে ওরা বেশ কয়েকজন আমাদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এতে আমরা ৫ ব্রাজিল সমর্থক আহত হই।

গোপালগঞ্জ হরিজন সম্প্রদায়ের মন্ডল মিলন জমাদ্দার জানান, তিনিসহ বেশ কয়েকজন দুই পক্ষকে বিরত রাখতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বিষয়টি হরজন সম্প্রদায়ের কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। এছাড়া যারা আহত হয়েছেন তারা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার সমর্থকদের কটুক্তি করে। পরে এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’দলের সমর্থকদের মর্ধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর  ২৩, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।