ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জিহাদ মোল্যা (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও দুই জন।

আহতরা হলেন- সোহেল শেখ (১৬) ও বন্যা আক্তার (১৪)। তারা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্টি চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জিহাদ ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে জিহাদ, সোহেল ও বন্য প্রধান সড়কের পূর্ব দিক থেকে আসছিলেন। পথে চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জিহাদ মোল্যা মারা যান। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বাংলানিউজকে বলেন, ঘাতক নছিমনচালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।