ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আর্জেন্টিনার পতাকার আদলে সেতু!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
আর্জেন্টিনার পতাকার আদলে সেতু!

ফরিদপুর: আর্জেন্টিনার পতাকার আদলে একটু সেতু সাজনো হয়েছে। একই সাথে সেতুর দুই পাশের রেলিংয়ে করা হয়েছে আলোকসজ্জা।

 

সেতুটি নিয়ে গর্বিত ও উচ্ছ্বসিত ওই এলাকার আর্জেন্টিনা দলের সমর্থকরা।

সেতুটি ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর-চরকৃষ্ণনগরে অবস্থিত।  

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সেতুকে আর্জেন্টিনার পতাকা আকাশি-সাদা রঙে রঙিন করা হয়েছে।

জানা গেছে,  বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা উত্তাপ ছড়িয়ে দিতে সেতুটিকে এভাবে রাঙিছেন স্থানীয় আর্জেন্টিনা দলের সমর্থকরা।  

এ বিষয়ে আর্জেন্টিনা সমর্থক ও হাট গোবিন্দপুর যুব সমাজের সাধারণ সম্পাদক শেখ রাসেল বলেন, আমরা হাট গোবিন্দপুর যুব সমাজ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমাদের অধিকাংশ সদস্য আর্জেন্টিনার সমর্থক। তাই বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে আমরা সেতুটি আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়েছি। রঙিন বাতি দিয়ে আলোকসজ্জা করেছি রেলিং। সবমিলিয়ে এতে খরচ হয়েছে প্রায় ১৬ হাজার টাকা। ৩/৪ দিন ধরে ৩ জন লোক কাজ করেছেন।  

কেন এমন আয়োজন প্রশ্নে তিনি বলেন, আসলে এটা আমাদের একটা আবেগ। আমাদের আনন্দ ও ভালোবাসা আর ভালোলাগা।

এ বিষয়ে কৃষনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বলেন, আমার ইউনিয়নের হাটগোবিন্দপুর-চরকৃষ্ণনগর সংযোগ সেতুটি আকাশি-সাদা রংয়ে আর্জেন্টিনা পতাকার আদলে সাজিয়েছে স্থানীয় যুবসমাজ ও আর্জেন্টিনা দলের সমর্থকরা। আমি শুনেছি। সরাসরি দেখা হয়নি এখনও।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্ট, নভেম্বর ২৩, ২০২২
এসএএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।