ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষি কর্মকর্তার ব্যাগ থেকে টাকা চুরি, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
কৃষি কর্মকর্তার ব্যাগ থেকে টাকা চুরি, যুবক আটক হাতেনাতে আটক রফিকুল ইসলাম

গাইবান্ধা:  পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তার ব্যাগ থেকে প্রণোদনার টাকা নিয়ে পালানোর সময় রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

রফিকুল বগুড়া সদরের কাটনার পাড়া এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা রফিকুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।  

কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু বলেন, সকালে টাকাটা তুলে ভ্যানিটি ব্যাগে ভরে এটি অফিসের টেবিলের উপর রেখে ওয়াশ রুমে যাই। এই সুযোগে রফিকুল নামে ওই যুবক আমার রুমে ঢুকে ব্যাগ খুলে নগদ ৫২ হাজার ৬'শ ২০ টাকা বের করে নিয়ে তাৎক্ষনিক সটকে পড়েন।

ফাতেমা কাওসার আরও বলেন, ঘটনাটি উপ-সহকারি কৃষি কর্মকর্তার সন্দেহ হলে ভ্যানিটি ব্যাগ চেক করতে বলেন।  ব্যাগে টাকা না পেয়ে ওই যুবককে খোঁজাখুজি শুরু হয়। এক পর্যায়ে পরিষদ এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে  টাকাসহ রফিকুলকে আটক করা হয়। পরে  তাকে পুলিশে সোপর্দ করা হয়ে।

 

বাংলাদেশ সময়: ১৮৫৫, নভেম্বর ২৩, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।