ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীতে নতুন জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীতে নতুন জেলা প্রশাসক

বরিশাল: বরিশাল বিভাগের তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো—বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী।

বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারকে টাঙ্গাইল এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনকে বরিশালে নিয়োগ করা হয়েছে।

এছাড়া জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামকে পটুয়াখালীতে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা ফারাহ্ গুল নিঝুমকে ঝালকাঠির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এসএম/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।