ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুবিসাসের নেতৃত্বে মাহি, আকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
কুবিসাসের নেতৃত্বে মাহি, আকাশ

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এ সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুহা. মহিউদ্দিন মাহি এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের কাগজের আহমেদ ইউসুফ আকাশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ ও ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মীর শাহাদাত হোসেন (দৈনিক আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস (দৈনিক ইত্তেফাক), অর্থ সম্পাদক ইকবাল মনোয়ার (দৈনিক যায়যায়দিন), দফতর সম্পাদক জুবায়ের রহমান (দৈনিক মানবকণ্ঠ), তথ্য ও পাঠাগার সম্পাদক সাঈদ হাসান (দৈনিক কুমিল্লার কাগজ) এবং কার্যনির্বাহী সদস্য মো. শাহিন আলম (জাগো নিউজ) ও হাবিবুর রহমান (দৈনিক বাংলাদেশের আলো)।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৮ম কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেওয়ার পরবর্তী এক বছর দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।