ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

সরিষাবাড়ীতে নদীতে ভাসছিল বৃদ্ধের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
সরিষাবাড়ীতে নদীতে ভাসছিল বৃদ্ধের মরদেহ প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে সুবর্ণখালী নদী থেকে দুদু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ সংলগ্ন নদীতে পড়ে তা মৃত্যু হয়।

 

নিহত দুদু মিয়া একই ইউনিয়নের পশ্চিম রুদ্র বয়ড়া গ্রামের বাসিন্দা।  

পারিবারিক সূত্র জানায়, দুদু মিয়া ইতোপূর্বে তিনবার স্ট্রোক করেছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় লাঠি ভর দিয়ে চলাফেরা করতেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে সুবর্ণখালী নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে পরিবারের লোকজন নদীটি থেকে দুদু মিয়ার মরদেহ উদ্ধার করে।  

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।