ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কয়রায় বাজারে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
কয়রায় বাজারে অগ্নিকাণ্ড

খুলনা: খুলনার কয়রার দেওলিয়া বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের মৎস‌্য ব‌্যবসায়ীদের ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল ও মনিরুল ইসলামের মৎস‌্য ব‌্যবসার ঘরে থাকা ককসেট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে পার্শ্ববর্তী গাজী ট্রেডার্সের ক্রোকারিজের দোকান পুড়ে যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে মুনছুর মোড়লের বসতিঘর, আজগার মোড়লের চায়ের দোকান, বাবুর চায়ের দোকানসহ আশপাশের কিছু ঘর পুড়ে যায়।

খবর পেয়ে কয়রা ফায়ার সার্ভিসের সদস‌্য ও পুলিশ সদস‌্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে কোনো মানুষ হতাহত না হলেও আসবাবপত্র, অবকাঠামোসহ দোকানের মালামাল পুড়ে ব‌্যাপক ক্ষতি হয়।  

প্রত‌্যক্ষদর্শী মো. রাসেল আহমেদ জানান, মৎস‌্য ব‌্যবসায়ী আফজালের ঘরের দরজার মুখে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। এক মিনিটের মধ্যে ককসেটে লাগা আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

স্থানীয় ইউপি সদস‌্য মাছুম বিল্লাহ বলেন, মুকুলের ক্রোকারিজের দোকানের পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া কয়েকটি চায়ের দোকান ও বসতঘর পুড়ে যায়।

কয়রা স্টেশনের ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।