ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

মেহেরপুর: মটার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলু হোসেন (৪০) নামে এক অটো চালক নিহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলার শালদহ গ্রামের নওদা মসজিদ পাড়া এলাকায় তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাভলু হোসেন ওই এলাকার লালু হোসেনের ছেলে।

রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) সারগিদুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, লাভলু হোসেন গোসল করতে গিয়ে পানি না পেয়ে মটার মেরামত করার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লাভলুকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।