ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

ট্রেনের ইঞ্জিন বিকল: এক ঘণ্টা পর চলাচল শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
ট্রেনের ইঞ্জিন বিকল: এক ঘণ্টা পর চলাচল শুরু 

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে ওই ট্রেনটি সরিয়ে নেওয়া হলে এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।  

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৬টার দিকে শ্রীপুর স্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া মাত্র ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি থেমে যায়। একপর্যায়ে অন্য একটি ট্রেনের ইঞ্জিন এনে ওই ট্রেনটি শ্রীপুর স্টেশনে অন্য একটি লাইনে নেওয়া হয়। পরে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।  

বাংলাদেশ সময়: ০৯৫৮, নভেম্বর ৩০, ২০২২ 
আরএস/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।