ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

উত্তরবঙ্গে উন্নয়ন হলে পাল্টাবে দেশের চেহারা

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
উত্তরবঙ্গে উন্নয়ন হলে পাল্টাবে দেশের চেহারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: বাংলাদেশে কয়লাসহ অমূল্য খনিজ সম্পদ রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে এই সম্পদকে কাজে লাগাতে পারলেই আগামী দশ বছরে দেশের চেহারা পাল্টে যাবে।

এজন্য ছোট ছোট প্রকল্পসহ বড় ধরনের শিল্প-কারখানা স্থাপনে প্রথমেই পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা করা প্রয়োজন।

নিউইয়র্কে সম্প্রতি ‘উত্তরবঙ্গে বিনিয়োগে উজ্জ্বল সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ-আইসিবি’র চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম মাহফুজুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবাসীরা কয়েক বিঘা জমির উপর পুকুর করে মাছ চাষ, আম ও লিচু বাগান করতে পারেন। এতে বিনিয়োগ কম ও প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে এখনও পাটকলের ভবিষ্যত রয়েছে। বড় উদ্যোক্তারা এগিয়ে আসতে পারেন।

নিউইয়র্কে জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি হল রুমে প্রবাসের অন্যতম বৃহত্তর সংগঠন ‘নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক’ আয়োজিত সেমিনারে কার্যপত্র উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত আমিনুল হোসেন সরকার।

তিনি বলেন, সস্তা ও সহজলভ্য শ্রমিক, উর্বর মাটি এবং বঙ্গবন্ধু বহুমুখী সেতুসহ যোগাযোগ মাধ্যমে ব্যাপক উন্নয়ন হওয়ায় উত্তরবঙ্গে বিনিয়োগে জন্যে অনেকেই ঝুঁকছেন।

প্রবাসীদেরকেও তিনি এ ব্যাপারে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, উত্তরবঙ্গে আম, লিচুসহ বাংলাদেশের অন্যতম খাদ্য আলু ব্যাপক পরিমাণে চাষ হয়। দেশের কয়লা ও পাথর খনি এই উত্তরবঙ্গেই অবস্থিত। আগামী দিনে প্রধান দুটি রাজনৈতিক দলের নেতৃত্বও এখান থেকেই আসবে। সুতরাং আমাদের এখন দরকার পরিকল্পনা।

সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে সেমিনার পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান খান তনু। মূল সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাসির খান পল।

সেমিনারে আরো বক্তব্য রাখেন সোনালী এক্সচেঞ্জের যুক্তরাষ্ট্র শাখার প্রধান আতাউর রহমান, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রধান নির্বাহী মোহাম্মদ মালেক, উপদেষ্টা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. মাসুদুর রহমান, ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ আজিজুল হক মুন্না, প্রাণ গ্রুপের যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি মোস্তাফিজ রহমান, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি বেলাল চৌধুরী ,ফার্মাসিস্ট ও রিয়েল স্টেট ইনভেস্টর আব্দুল আওয়াল সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রহিম হাওলাদার, ফাউন্ডেশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তালুকদার, মোস্তাকুর রহমান রিজভী, ডা. আব্দুল লতিফ, ইঞ্জিনিয়ার এইচ এম সহিদ, কোষাধ্যক্ষ আবু তাহের, সাংস্কৃতিক সম্পাদক ডা. নার্গিস রহমান ও ফাউন্ডেশনের কর্মকর্তাদের মধ্যে মফিজ আহমেদ, জহিরুল ইসলাম টুকু, সাহানা বেগম রিনা, মোজাফফর হোসেন, মোহর খান, আব্দুল মজিদ, রাহিমুল হুদা, শাহ এম নওরোজ, মোতাহার হোসেন, গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোকলেস খন্দকার ও দিনাজপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।  

ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান বলেন, উত্তরবঙ্গে বিদ্যুতের পর্যাপ্ত ব্যবস্থা করার পাশাপাশি অবিলম্বে গ্যাস সংযোগের জন্য পদক্ষেপ নিতে হবে। প্রবাসীদের জন্যে ‘প্রবাসী বিনিয়োগ অঞ্চল’ গড়তে হবে উত্তরবঙ্গে। প্রবাসীদের অধিকার আদায়ে বাংলাদেশের জাতীয় সংসদে প্রবাসীদের কোটা সংরক্ষণ বিল পাশে জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে হবে।

সেমিনারে অন্যান্যরা উত্তরবঙ্গে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এ এলাকাকে অবহেলা করা হবে আত্মঘাতী। ভৌগোলিক, সামাজিক এবং রাজনৈতিক কারণে এখানকার ১৬টি জেলার রয়েছে বিশেষ ভূমিকা। এখানকার মাটি, পরিবেশ এবং কর্মোদীপ্ত মানুষকে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ