ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অলিম্পিক

অলিম্পিক পদক তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
অলিম্পিক পদক তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া

ঢাকা: ‍রিও অলিম্পিকে প্রথম দিন শেষে পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ নিয়ে মোট তিনটি পদক পেয়েছে ক্যাঙ্গারুর দেশটি।

তবে যুক্তরাষ্ট্র প্রথম দিন শেষে তৃতীয় অবস্থানে থাকলেও তারা পদক পেয়েছে পাঁচটি। কিন্তু যে দল স্বর্ণ বেশি জেতে তাদেরই এগিয়ে রাখার নিয়ম।

দ্বিতীয় অবস্থানে থাকা হাঙ্গেরি মোট পদকের দুটিই জিতেছে স্বর্ণ। যুক্তরাষ্ট্র জিতেছে একটি স্বর্ণ। এছাড়া একটি করে স্বর্ণ জিতেছে দ.কোরিয়া, জাপান, আর্জেন্টিনা, বেলজিয়াম, রাশিয়া, থাইল্যান্ড, ও ভিয়েতনাম।

অলিম্পিক আসরে বরাবরই আধিপত্য বিস্তার করে যুক্তরাষ্ট্রে ও চীন। তবে মার্কিনিরা একটি স্বর্ণ জিতলেও প্রথম দিনে কোনো স্বর্ণ জেতা হয়নি চীনের। তবে হয়তো দিন যতো গড়াবে এ দুটি দলের মধ্যেই প্রতিযোগিতা চলবে।

অবস্থান    দেশ     সোনা    রুপা    ব্রোঞ্জ   মোট
১       অস্ট্রেলিয়া    ২      ০      ১        ৩
২        হাঙ্গেরি      ২      ০      ০        ২
৩       যুক্তরাষ্ট্র      ১      ৪     ০        ৫
৪      দ.কোরিয়া    ১      ১       ০       ২
৫       জাপান      ১      ০        ৪      ৫
৬     আর্জেন্টিনা    ১      ০        ০      ১
৬     বেলজিয়াম    ১      ০        ০      ১
৬      রাশিয়া      ১      ০       ০       ১
৬     থাইল্যান্ড    ১       ০        ০      ১
৬     ভিয়েতনাম    ১      ০       ০      ১  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ