ঢাকা: রিও অলিম্পিকে দ্বিতীয় স্বর্ণ জয় করলেন হাঙ্গেরির কাতিনকা হোসসু। মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের পর ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও সেরা হলেন তিনি।
ফাইনাল রাউন্ডে ৫৮.৪৫ সেকেন্ড সময় নিয়ে সেরার মুকুট পড়েন লৌহমানবী খ্যাত এ তারকা। রুপা জেতা ব্যাকারের সময় লাগে ৫৮.৭৫ সেকেন্ড। মাত্র দশমিক ০১ সেকেন্ড বেশি সময় নিয়ে যুগ্মভাবে ব্রোঞ্জ পান কানাডার কাইল মেস ও চীনের ফু ইউয়ানহুই। সেরা চার জনের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র দশমিক ৩১ সেকেন্ড।
এবারের রিও অলিম্পিকে ২০০ মিটার ব্যাকস্ট্রোক, বাটারফ্লাই ও মিডলেতেও অংশ নেবেন হোসসু। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫টি শিরোপা জিতলেও এর আগের তিনটি অলিম্পিক থেকে শূন্য হাতে ফিরেছিলেন। তবে ব্রাজিলে এসে গেমসের প্রথম দিন ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে বিশ্বরেকর্ড গড়েছিলেন ২৭ বছর বয়সী হোসসু।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৬
এমএমএস