ঢাকা: চমকে দেখিয়ে ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতলেন কাজাখস্তানের দিমিত্রি বালাদিন। আর রিও অলিম্পিকে দেশটির এটিই প্রথম সোনা জয়।
সবার শেষে আট নম্বর লেনে সাঁতরানো বালাদিন শেষ করেন দুই মিনিট ৭ দশমিক ৪৬ সেকেন্ডে। মাত্র দশমিক শূন্য সাত সেকেন্ডে পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের জশ প্রিনটকে। রাশিয়ার আন্তন চুপকোভ জেতেন ব্রোঞ্জ।
ফাইনাল রাউন্ডে সেরা টাইমিং করা সাঁতারুরা থাকে মাঝের লেন গুলোতে। আর সবচেয়ে দুর্বল টাইমিং করা সাঁতারু থাকেন শেষে। তবে আট নম্বর লেনে থেকে স্বর্ণ জেতা একমাত্র সাঁতারু এখন বালাদিন। তাই ইতিহাসের পাতায়ও তিনি নাম লেখালেন।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৬
এমএমএস