ঢাকা: রিও অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন স্পেনের মিরেইয়া বেলমন্তে। দেশটির অলিম্পিক ইতিহাসে নারী সাঁতারু হিসেবে এটিই প্রথম সোনা জয়।
২৫ বছর বয়সী বেলমন্তে ফাইনাল রাউন্ডে শেষ করেন দুই মিনিট ৪.৮৫ সেকেন্ডে। শেষ ল্যাপে এসে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়ার ম্যাডেলিন গ্রোভস মাত্র্র দশমিক শূন্য তিন সেকেন্ড বেশি সময় নিয়ে রুপা জেতেন। জাপানের নাতসুমি হোশি জেতেন ব্রোঞ্জ।
স্পেনের কাতালান রাজ্যে থাকা এই সাঁতারু লন্ডনে গত অলিম্পিকে পেয়েছিলেন রৌপ্যপদক। আর গত শনিবার এই রিওতেই ৪০০ মিটার ব্যক্তিগত মিডেলেতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৬
এমএমএস