ঢাকা: অলিম্পিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের কেইলা হ্যারিসন। প্রথম আমেরিকান হিসেবে জুডোতে একাধিক স্বর্ণ জয়ের কীর্তি গড়েছেন ২৬ বছর বয়সী এ নারী অ্যাথলেট।
একই ইভেন্টে লন্ডনের (২০১২) পর রিও ডি জেনিরোতেও শ্রেষ্ঠত্ব ধরে রাখেন হ্যারিসন। টানা দুই আসরে হন জুডো চ্যাম্পিয়ন। ৭৮ কেজি ওজনশ্রেণির ফাইনালে তিনি ফ্রান্সের অদ্রে চেমেউকে পরাজিত করেন।
হ্যারিসনের প্রতিদ্বন্দ্বিতা শেষে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয় চেমেউকে। যিনি গত আসরে ব্রাজিলিয়ান মায়রা আগুইয়ারের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ জিতেছিলেন।
এবার ঘরের মাটিতেও ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েছেন ২৫ বছর বয়সী আগুইয়ার। তার সঙ্গী হন স্লোভেনিয়ান আনামারি ভেলেন্সেক।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এমআরএম