ঢাকা: ৪০০ মিটার ব্যক্তিগত দৌড়ে ঝড়ো গতি দেখালেন ভ্যান নিকার্ক। রিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম স্বর্ণ জেতা তরুণ এ স্প্রিন্টার ভেঙে দিলেন ১৭ বছর পরোনো যুক্তরাষ্ট্রের মাইকেল জনসনের রেকর্ড।
১৯৯৯ সালে স্পেনের সেভিয়েতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জনসনের গড়া বিশ্ব রেকর্ডের চেয়ে ০.১৫ সেকেন্ড কম। কিংবদন্তি জনসন ১৯৯৬ ও ২০০০ অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন।
২৪ বছর বসয়ী নিকার্ক এদিন সেরা হতে সময় নিয়েছেন মাত্র ৪৩.০৩ সেকেন্ড। লন্ডন অলিম্পিকে সোনা জেতা গ্রানাডার কিরানি জেমস ৪৩.৭৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের লশন মেরিট (৪৩.৮৫) পেয়েছেন ব্রোঞ্জ।
অলিম্পিকের কোনো আসরে এই প্রথম ৪০০ মিটারে শীর্ষ তিন জন ৪৪ সেকেন্ডের নীচে দৌড়ালেন। এছাড়া নিকার্ক বিশ্বের একমাত্র দৌড়বিদ যিনি ১০০ মিটার ১০ সেকেন্ড, ২০০ মিটার ২০ সেকেন্ড ও ৪০০ মিটার ৪৪ সেকেন্ডের নীচে দৌড়েছেন।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৬
এমএমএস