ঢাকা: ছেলেদের ম্যারাথনে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন এলিউড কিপচোগে। এর আগে মেয়েদের ম্যারাথনে সেরা হয়েছিলেন তারই স্বদেশি কেনিয়ার জেমিমা জেলাগাত সামগং।
এদিন বেশ আধিপত্য বিস্তার করে সেরা হন কিপচোগে। গেমসের শেষ দিনে ফিনিশিং লাইনে ফিতে ছোঁয়ার সময় ৩১ বছর বয়সী কিপচোগের ধারে-কাছে কেউ ছিল না। তার সময় লাগে ২ ঘণ্টা ৮ মিনিট ৪৪ সেকেন্ড।
ইথিওপিয়ার ফেইসা লিলেসা দ্বিতীয় হয়ে রুপা ও যুক্তরাষ্ট্রের গ্যাইলেন রাপ ব্রোঞ্জ জেতেন।
এর আগে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে ৫ হাজার মিটারে অংশগ্রহণ করেন কিপচোগে। পরে তিনি ম্যারাথনে দৌড়ানো শুরু করেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৬
এমএমএস