ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অলিম্পিক

ম্যারাথনে কেনিয়ার ভিন্ন রকম রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
ম্যারাথনে কেনিয়ার ভিন্ন রকম রেকর্ড

ঢাকা: ছেলেদের ম্যারাথনে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন এলিউড কিপচোগে। এর আগে মেয়েদের ম্যারাথনে সেরা হয়েছিলেন তারই স্বদেশি কেনিয়ার জেমিমা জেলাগাত সামগং।

ফলে অলিম্পিক ইতিহাসে এই প্রথম দুই ম্যারাথনেই স্বর্ণ জিতল একটি দেশ।

এদিন বেশ আধিপত্য বিস্তার করে সেরা হন কিপচোগে। গেমসের শেষ দিনে ফিনিশিং লাইনে ফিতে ছোঁয়ার সময় ৩১ বছর বয়সী কিপচোগের ধারে-কাছে কেউ ছিল না। তার সময় লাগে ২ ঘণ্টা ৮ মিনিট ৪৪ সেকেন্ড।

ইথিওপিয়ার ফেইসা লিলেসা দ্বিতীয় হয়ে রুপা ও যুক্তরাষ্ট্রের গ্যাইলেন রাপ ব্রোঞ্জ জেতেন।

এর আগে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে ৫ হাজার মিটারে অংশগ্রহণ করেন কিপচোগে। পরে তিনি ম্যারাথনে দৌড়ানো শুরু করেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ