ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

একই সঙ্গে জঙ্গিবাদ-সম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
একই সঙ্গে জঙ্গিবাদ-সম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক এম এম আকাশ জঙ্গিবাদ ও সম্রাজ্যবাদের বিরুদ্ধে এক সঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, বাংলাদেশের সামনে প্রধান বিপদ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ।

এ কথা ভুললে চলবে না। এছাড়া আমাদের একই সঙ্গে সম্রাজ্যবাদের ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার (২৬ আগস্ট) সিপিবির সূত্রাপুর থানা কমিটির ষোড়শ সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেলে ইস্ট অ্যান্ড ক্লাব শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন হয়।

এম এম আকাশ বলেন, আজ জঙ্গিবাদ ফ্রাঙ্কেনস্টাইন হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যারা ভাবেন জন কেরির সঙ্গে মিত্রতা করে জঙ্গিবাদ ঠেকাবেন তারা বোকার স্বর্গে আছেন।

সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোসলেহ উদ্দিন, মুক্তিযোদ্ধা শফিউর রহমান দুলু, সিপিবি সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা, আসলামউদ্দিন, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, গোলাম রাব্বী খান, ৪৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদির, সাইফুল ইসলাম সমীর, আনোয়ার হোসেন, দীপায়ন হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ