ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

সাবেক ব্রি. জেনারেল আযমীর খোঁজ চেয়ে মায়ের আবেদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
সাবেক ব্রি. জেনারেল আযমীর খোঁজ চেয়ে মায়ের আবেদন

ঢাকা: ছেলে আবদুল্লাহিল আমান আযমীর খোঁজ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আহবান জানিয়েছেন তার মা সৈয়দা আফিফা আযম। সোমবার (২৯ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

বিবৃতিতে তিনি বলেন, আমার ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে তার বাসা থেকে ২২ আগস্ট অজ্ঞাতনামা ২০-৩০ জনের একদল লোক জিজ্ঞাসাবাদের জন্য উঠিয়ে নিয়ে যায়। আজ আটদিন হতে চললো অথচ সে কোথায় কি অবস্থায় আছে তা আমি জানিনা। তার কোন খোঁজ-খবর না পেয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

আমার পুত্র প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে কাজ করেছে। সামরিক জীবন শেষে নিজ দেশের উন্নয়নের জন্য সে শিক্ষা ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। সে কখনও কোন রাজনৈতিক দলের সাথে ছিল না, এখনও রাজনীতি করেন না।  এই বৃদ্ধা বয়সে আমার ছেলেকে এভাবে নিয়ে যাওয়ায় আমি মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছি এবং তার স্ত্রী ও সন্তানাদি দারুন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

তাই মানবিক দৃষ্টিকোন থেকে বিষয়টি বিবেচনা করে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ