ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

রামপালবিরোধীদের হরতালে পুলিশের টিয়ার শেল

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রামপালবিরোধীদের হরতালে পুলিশের টিয়ার শেল রামপালবিরোধীদের হরতালে পুলিশের টিয়ার শেল/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আহুত হরতালে টিয়ার শেল ছুড়েছে পুলিশ। পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন পিকেটার আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও জাতীয় কমিটির কর্মীরা টিএসসি মোড় থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে।

এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের শেল ছোড়ে।

টিয়ার শেলের আঘাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
 
নেতা-কর্মীরা জানান, বিক্ষোভ মিছিলে পুলিশ পাঁচ দফা টিয়ার শেল ছুড়েছে, বেশ কয়েক রাউন্ড রাবার বুলেটও ছুড়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল দাবি করেন। ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বেনজীর ও ঢাকা মহানগর শাখার সভাপতি কাঁকন বিশ্বাসসহ অন্তত ২০ জন নেতা-কর্মী রাবার বুলেট ও টিয়ার শেলে আহত হয়েছেন। আহতদের অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলতবে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক কয়েক দফা টিয়ার শেল ছোড়ার কথা স্বীকার করলেও রাবার বুলেটের বিষয়ে কোনো কথা বলেননি। তিনি জানান, বিক্ষোভ মিছিল করে তারা শাহবাগের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। থানার সামনে ব‌্যারিকেড দেওয়া হয়েছে।

অন্যদিকে পল্টন এলাকায় সকাল থেকেই তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন।

আরও পড়ুন...
**পুলিশের টিয়ার শেলে লাকি-বেনজিরসহ পাঁচজন ঢামেকে

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসকেবি/পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ