ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

হরতালের ফুটেজ সংগ্রহে পুলিশের হাতে লাঞ্ছিত দুই সাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
হরতালের ফুটেজ সংগ্রহে পুলিশের হাতে লাঞ্ছিত দুই সাংবাদিক ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে তেল-গ্যাস রক্ষা কমিটির হরতালের ফুটেজ নেওয়ার সময় পুলিশের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন একটি বেসরকারি চ্যানেলের দুই সাংবাদিক।

তারা হলেন- এটিএন নিউজের ক্যামেরাপারসন আব্দুল আলিম ও রিপোর্টার ইসান বিন দিদার।
 
জানা যায়, তারা শাহবাগ থানার সামনে ফুটেজ সংগ্রহে গেলে পুলিশ তাদের বুট ও রাইফেলের বাট দিয়ে আঘাত করে।


 
এ ঘটনায় লাঞ্ছনার শিকার দিদার পুলিশকে সাংবাদিক পরিচয় দিলেও তারা এ বিষয়ে কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন তিনি।
 
ক্যামেরাপারসন আব্দুল আলিম বলেন, হাতে ক্যামেরা থাকা সত্ত্বেও অামাকে রাইফেল দিয়ে আঘাত করা হয়। পরে থানার ভেতরে নিয়ে আরো লাঞ্ছিত করা হয়।
 
রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
 
এদিকে অন্য সাংবাদিকদের সংগৃহীত ভিডিও ফুটেজ দেখে একজনকে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। তার নাম এরশাদ। তিনি সহকারী উপ পরিদর্শক (এএসআই) বলে জানা গেছে। সঙ্গে আরো দু’জন ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ