ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

সংলাপে অংশগ্রহণকারীদের সার্চ কমিটি মেনে নেওয়া উচিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
সংলাপে অংশগ্রহণকারীদের সার্চ কমিটি মেনে নেওয়া উচিত

ঢাকা: রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারীদের সার্চ কমিটি মেনে নেওয়া নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স-বিএনএ’র জাতীয় কমিটির চেয়ারম্যান, তৃণমূল বিএনপি প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা।

শুক্রবার (২৭ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

সাবেক এই মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর গঠিত সার্চ কমিটি মেনে নেওয়া এখন নৈতিক দায়িত্ব।

ইতোমধ্যে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।

নাজমুল হুদা আশা প্রকাশ করে বলেন, ঘোষিত কমিটি সব দলীয় চিন্তা-চেতনার ঊর্ধ্বে উঠে, সততা ও ন্যায়-নিষ্ঠার সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলসমূহের সুপারিশের আলোকে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সমর্থ হবে বলে জাতি আশা করে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ