ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

ছাত্র জোটের ধর্মঘটে ছাত্রলীগের হামলার নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
ছাত্র জোটের ধর্মঘটে ছাত্রলীগের হামলার নিন্দা প্রগতিশীল ছাত্র জোটের ধর্মঘটে ছাত্রলীগের হামলা

ঢাকা: রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের ডাকা ছাত্র ধর্মঘটে ছাত্রলীগের হামলায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা।

রোববার (৩০ জানুয়ারি) দুপরে সংবাদ ‍মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল ধর্মঘটে হামলার নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, রোববার সকাল ৬টা থেকে প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পূর্ণ সমর্থনে কোনো ক্লাস ‍অনুষ্ঠিত হয়নি।

ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের ক্যাডাররা জোটের কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ঢাকা মহানগর শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক এম. এইচ. রিয়াদসহ তিন নেতা-কর্মী আহত হন বলেও বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ