ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

তাজুলের মৃত্যুবার্ষিকীতে সিপিবির নানা কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
তাজুলের মৃত্যুবার্ষিকীতে সিপিবির নানা কর্মসূচি কমরেড তাজুল

ঢাকা: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার (০১ মার্চ) তাজুলের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১১টা পর্যন্ত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাজুলের ভাস্কর্যে বিভিন্ন দল, সংগঠন ও ব্যক্তিরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ এক বিবৃতিতে এ কথা জানান।

শহীদ তাজুলের বিপ্লবী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যে গণতন্ত্রের স্বপ্ন নিয়ে তাজুল জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়িত তো হয়নি, উপরন্তু সেই স্বপ্ন থেকে বাংলাদেশ ক্রমশ দূরে সরে যাচ্ছে।

শহীদ তাজুলের বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে বিপ্লবী আন্দোলনে অগ্রসর হতে হবে।

বিবৃতিতে নেতারা ‘শহীদ তাজুল দিবস’ এ নতুন করে শপথ নিয়ে গণতন্ত্র ও সমাজ প্রগতির লড়াইকে অগ্রসর করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ