ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

সরকারের ইচ্ছায় ত্বকী হত্যার বিচার আটকে আছে: সাকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
সরকারের ইচ্ছায় ত্বকী হত্যার বিচার আটকে আছে: সাকি তানভীর মোহাম্মদ ত্বকির কবরে ফুল দিয়ে স্মরণ

নারায়ণগঞ্জ: সরকারের ইচ্ছায় নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার কার্যক্রম থমকে আছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, সরকার চাইলে, সাত খুনের মতো ত্বকী হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। ত্বকী হত্যার চার বছর পূর্তি হলো আজ কিন্তু মামলার কোনো অগ্রগতি নেই।

সোমবার (৬ মার্চ) সকালে বন্দর সিরাজ শাহ আস্তানার কবরস্থানে তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার ৪ বছর পূর্তিতে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন জোনায়েদ সাকি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল ইসলাম সুজন, অঞ্জন দাস, উদীচীর সভাপতি জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের জিয়াউল ইসলাম কাজল, খেলা ঘরের রথিত চক্রবর্তী ও ভবানী শংকর রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ