ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

ছাত্র ইউনিয়নের ৪ দিনব্যাপী সম্মেলন শুরু ২ এপ্রিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
ছাত্র ইউনিয়নের ৪ দিনব্যাপী সম্মেলন শুরু ২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্র ইউনিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়: নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে গতিশীল রাখার জন্য চার দিনব্যাপী ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু হবে আগামী ২ এপ্রিল (শনিবার)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ সম্মেলনের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে লিখিত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি লিটন নন্দী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন বেলা ১১টায় উদ্বোধন অনুষ্ঠানের পর বিকেল ৪টায় রাজু স্মারক ভাস্কর্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পরের দিন ৩ এপ্রিল টিএসসি মিলনায়তনে বেলা ১১টায় ‘নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শনের কবলে শিক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

এরপর ৪ থেকে ৫ এপ্রিল ৬০০ কাউন্সিলরের উপস্থিতিতে সংগঠনের ৩৮তম কাউন্সিল অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের স্লোগান- ‘ছাত্র-জনতা ঐক্য গড়, শিক্ষা-সংস্কৃতি রক্ষা কর’।

সম্মেলনকে সামনে রেখে দশ দফা দাবি জানানো হয় সরকারের কাছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- একই ধারার, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু; কোচিং-গাইড ব্যবসার বৈধতা বাতিল; শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ; ২০১৭ সালের পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িক পরিবর্তন বাতিল; ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত; শিক্ষাখাতে জাতীয় আয়ের ৪ শতাংশ বরাদ্দ দেওয়া;  ইউজিসি’র ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাতিল; গবেষণায় বরাদ্দ বাড়ানো; জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সবক্ষেত্রে শিক্ষারমান বৃদ্ধি; পাবলিক পরীক্ষা হ্রাস, প্রশ্নপত্র ফাঁস বন্ধ; সুন্দরবনবিনাশী রামপাল চুক্তিসহ দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল; বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিশেষ বিধান বাতিল এবং তনু, আফসানাসহ সব হত্যা-ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এসকেবি/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ