ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

বহুমুখী শ্রমজীবী সমিতির র‌্যালি-সমাবেশ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
বহুমুখী শ্রমজীবী সমিতির র‌্যালি-সমাবেশ বহুমুখী শ্রমজীবী সমিতির র‌্যালি

ঢাকা: গ্যাস-পানি-বিদ্যুৎসহ জনজীবনের সঙ্কট নিরসন, মানুষের বাসযোগ্য নগরী গড়ে তোলার দাবিতে সমাবেশ ও র‌্যালি করেছে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি।

শুক্রবার (২১ এপ্রিল) বিবেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রমজীবী সমিতির সভাপতি বাচ্চু ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমজীবী সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি বেলায়েত শিকদার, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় অর্থ সম্পাদক তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, নারী সংহতির কেন্দ্রীয় নেতা জান্নাতুল মরিয়ম তানিয়া, আইনুল হক-সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।

সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর রিপন।

সভাপতির বক্তব্যে বাচ্চু ভুইয়া বলেন, বাংলাদেশে আজ মেহনতি মান‍ুষের জীবনের সংকটাবস্থা অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন দাবিদার মহাজোটের আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতা কাজে লাগিয়ে জনগণের সম্পদ লুটপাট করছে, জনগণের ওপর তীব্র শোষণ-নির্যাতন চালিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ঘরে ঘরে বিদুৎ-গ্যাস নাই। কুইক রেন্টাল পদ্ধতি চালু করে বিদ্যুতের দাম বাড়িয়ে নিজেদের কুইক মুনাফার বন্দোবস্ত করেছে।

বিকল্প কাজের ব্যবস্থা না করে হকার উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়ে বাচ্চু ভুইয়া বলেন, শ্রমজীবী মানুষকে অভুক্ত রেখে দেশে কোনো গণতন্ত্র হতে পারে না।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ