সোমবার (৯ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলো। এসময় শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহিম, ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুজন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এমরান হোসাইন, সহ-সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ মোট ১১ জন নেতাকর্মী।
ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি আ হ ম নোমান সিরাজী বাংলানিউজকে বলেন, কোটা সংস্কার করার দাবিতে প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে যাওয়ার সময় ১০ নেতাকর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহিম আটক নেতাকর্মীদের দেখতে গেলে তাকেও আটক করা হয়।
আটক নেতাকর্মীদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানান তিনি।
তবে এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন আটকের বিষয়টি বাংলানিউজের কাছে অস্বীকার করেন।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসআর/জিপি