মতিয়া চৌধুরী স্বাধীনতা যুদ্ধের পূর্বে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই সময়েই তিনি অগ্নিকন্যা নামে পরিচিত হন।
বুধবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের টিচার্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী।
লিখিত বক্তব্যে লিটন নন্দী বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এছাড়া তাদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে।
এ সময় ৬ দফা দাবি উত্থাপন করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাদের দাবিগুলো হলো- কোটা সংস্কারের মধ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে টাস্কফোর্স গঠন ও ৭ দিনের মধ্যে কোটা সংস্কার করা, বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশের বিচার দাবি, আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতাদের গ্রেফতারের দাবি, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান, ব্যর্থ প্রক্টরের পদত্যাগ ও হলসমূহে গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এসকেবি/এমজেএফ